আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির মামলায় আদালতে স্পেনের রাজকুমারী

দুর্নীতি ও অর্থ পাচারের মামলার শুনানিতে আজ শনিবার আদালতে হাজির হবেন স্পেনের রাজা জুয়ান কার্লোসের মেয়ে রাজকুমারী ইনফান্টা ক্রিস্টিনা।

স্পেনের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজপরিবারের কোনো সদস্য অপরাধ সংক্রান্ত মামলায় আদালতে হাজির হচ্ছেন।

রাজকুমারীর স্বামী ইনাকি উরদানগারিনের বিরুদ্ধেও প্রাদেশিক সরকারের কাছে থেকে জালিয়াতি করে জনগণের লাখ লাখ ইউরো হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে রাজকুমারী ও তার স্বামী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

রাজকুমারী ক্রিস্টিনা (৪৮) তার আইনজীবীর সঙ্গে আদালতে হাজির হবেন। পালমা ডে মালোরকার আদালতে স্থানীয় সময় সকাল ১০টায় মামলার শুনানি শুরু হবে।

গত তিন বছর ধরেই রাজকুমারীর বিরুদ্ধে দুর্নীতির গুঞ্জন শোনা যাচ্ছিল। এ কারণে স্পেনের রাজপরিবারের সুনাম ও বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে। এই কেলেঙ্কারির জন্য সম্প্রতি রাজা জুয়ান কার্লোসের জনপ্রিয়তাতেও ভাটা পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।