শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ১০টি দাবিতে ২ মে হরতালের ঘোষণা দেয় সিপিবি ও বাসদ। এরপর রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও একইদিন হরতালের ঘোষণা দেয়।
এরপর রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানান, তাদের হরতাল স্থগিত।
একসঙ্গে হরতাল ডাকলেও বাংলাদেশের সমাজাতান্ত্রিক দল (বাসদ) তাদের কর্মসূচি স্থগিতের কোনো ঘোষণা দেয়নি। হরতালে সিদ্ধান্তে রয়েছে গণতান্ত্রিক মোর্চাও।
এদিকে বিএনপি নেতারা বলছেন, ১৮ হরতালের কর্মসূচি থাকছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিএনপির সমালোচনা করে বলেন, “কোনো রাজনৈতিক দল কর্তৃক ঘোষিত বড় কোনো কর্মসূচির দিন অন্য কেউ যদি আরেকটি বড় কর্মসূচি ঘোষণা করে, তা গণতান্ত্রিক রীতি-নীতি, শিষ্টাচারসম্মত নয়।
“তারা বামপন্থীদের ২ মে’র হরতালের কর্মসূচি হাইজ্যাক করে নিয়েছে। বামপন্থীদের আন্দোলনকে বানচাল করার জন্যই তারা এ কাজ করেছে। ”
হরতালের ১০ দাবির মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টিও ছিল জানিয়ে সিপিবি বিএনপির কর্মসূচির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততাও তুলে ধরেন সেলিম।
“জামাত-শিবিরকে প্রটেকশন দেয়ার জন্য তারা বামপন্থীদের হরতালের কর্মসূচি এভাবে হাইজ্যাক করেছে। ”
একাত্তরে গণহত্যার জন্য দল হিসেবে জামায়াতকে দায়ী করে তাদের বর্তমান তৎপরতা তুলে ধরে সেলিম বলেন, “হরতালের সময় নাশকতা, বোমাবাজি, পুলিশ ও নিরীহ মানুষ হত্যা, ট্রেনে আগুন আমরা দেখেছি। তাই, স্বাধীনতাবিরোধী জামাতের সঙ্গে একই দিনে হরতাল করার প্রশ্নই ওঠে না। ”
সিপিবির হরতাল আহ্বানের ক্ষেত্রে যে ১০টি দাবি ছিল, তার প্রথমটি হল সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের গ্রেপ্তার।
তিন কারখানা মালিক এবং ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের পর সিপিবির সংবাদ বিজ্ঞপ্তি আসে।
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “রানাকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। সব অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। ”
সাভারে ভবন ধসে চারশ’ মানুষের প্রাণহানির ঘটনাটি হত্যাকাণ্ড আখ্যায়িত করে এর জন্য দায়ীদের শাস্তি দাবিতে ৩০ এপ্রিল ঢাকায় সমাবেশ করবে সিপিবি।
১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের কর্মসূচির পরদিন জেলায় জেলায় সমাবেশ করবে বামপন্থী দলটি।
সাভারসহ এর আগে বিভিন্ন কারখানায় অবহেলায় শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে সিপিবি জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।