আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকিয় স্ট্যাটাস



আমার এক বন্ধু একটা মেয়ের ফেবু আইডি সাজেস্ট করে দিল । তাই আমি ঈষৎ চোখ বন্ধ করে একসেপ্ট করে ফেললাম । মেয়ে কিনা ।

কয়দিন পর,সেই আইডির একটা স্ট্যাটাস চোখে পড়লো । স্ট্যাটাসটা এরকম,

"ahunstf sowmgw mlowhqHn"

অক্ষরগুলো ইংরেজি হলেও ভাষাটা আমার কাছে ঢের অপরিচিত লাগলো ।

একবার মনে হলো,মুরাদ টাকলি নয় তো?তবে কি মনে করে গুগল মামুর কাছ জানতে গেলাম । অবাক হয়ে দেখলাম,গুগল মামাও ফেইল ।

তার ওয়ালে এরকম উদ্ভট ভাষায় আরো স্ট্যাটাস দেখলাম । তার জাতীয়তা দেখলাম । বাঙালী ।

শেষে কৌতূহলবশত তাকে মেসেজ না দিয়ে পারলাম না । মেসেজের রিপ্লাইও এলো একি ভাষায়,

HNBmjio kioagnnm oojnndnji

মেজাজ গেল খিঁচড়ে ।

কল দিলাম এই মেয়েকে সাজেস্ট করা বন্ধুকে । বন্ধু যা বলল তা শুনে আমার মনে হচ্ছে আমি কিল্লাই এই দুনিয়াতে পড়ে আছি । কেউ আমারে উঠায়ে নাও,নাহলে দড়ি ফালায়ে দাও,বায়া ঊঠি ।



বন্ধু কি বলেছিল জানেন,''আরে,ওটা তো আমার এক বছরের ভাগ্নির আইডি । এখুনি খুলে দিলাম । এখন থেকেই শিখুক । ওর আইডি খুলে ওকে কিবোর্ডের সামনে বসিয়ে দেই । ওর যেটা ভালো লাগে ও সেটাই চাপে ।

তারপর আমি ওটা পোস্ট করে দেই । আইডিটা তো সচল রাখতে হবে,তাই না?''

(বিঃদ্রঃ ঘটনাটা কাল্পনিক । কিন্তু অদূর ভবিষ্যতে সত্য হবার সমূহ সম্ভাবনা রয়েছে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।