আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেসবুকিয় প্রেমকাহিনী

জীবনকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করছি....... এই শোনো তুমি কিন্তু পৌঁছিয়ে আমাকে ফোন দিবা। আর শুনো বাস এ কিন্তু বেশি ঘুমাবা না। আল্লাহ জানে কি হয়!এই তোমার পাশে কি কোন মেয়ে বসছে? :o আমার তো সারারাত ঘুম হবেই না তোমার চিন্তায়। কাল সকাল ঠিক ১০টায় জিইসিতে। ওকে বেবি!!!! উম্মাহহহহহহহহহহহ!!!!!!!” এই হল বাসে উঠার পর তানজির সাথে আমার শেষ কথা! তানজি! আমার ভালবাসা!!!পাগল একটা মেয়ে! ওহ!সরি ভুল করে ফেল্লাম!পাগলি!গত এক বছর ধরে পাগলের মতো ভালোবাসি ওকে! ওর সাথে আমার পরিচয় ফেসবুক এ!আমার জানেমান দোস্ত আসিফ এর স্ট্যাটাস এ কমেন্ট করতে গিয়েই পরিচয়।

আসিফ এর ছেকা মার্কা স্ট্যাটাস এ কমেন্ট করছিলাম। হটাত চেনা নাই জানা নাই এক মেয়ে আমারে বলে “ওঁই মিয়া এত্ত বেশি প্যাঁচাল পারেন কেন?আপনি কি ছেকা বিশারদ নাকি?” আরে বাবা আজিব মেয়ে ত!চেনা নাই জানা নাই একটা ছেলের সাথে এভাবে কথা!পুরাই টাসকি খাইলাম। ভাবলাম ফেক আইডি হবে। :o :o সাথে সাথে আমার পাল্টা কাউনটার এটাক শুরু!আর মাইয়ার কান্না করার যোগার :’( লজ্জা পেয়ে সাথে সাথে অফলাইন এ চলে গেলো। আর আমি বিজয়ীর হাসি হাসলাম ……………………………………………… কিছুক্ষণ পর আসিফকে জিজ্ঞাসা করলাম “দোস্ত মেয়েটা কে রে” :p ফেক আইডি নাতো? ও আমাকে বলল “শালা যারে দেখো তারেই ফেক মনে করো না?; ও তানজি!!! আমার ক্লাসমেট।

খুবই ভালো মনের মেয়ে। খালি একটু চঞ্চল এই আরকি! দিলি তো শালা মেয়ে টার মন খারাপ করে” আমিঃ “ওই শালা তোমার এত জ্বলে কেন তুমি কী ওর লাভার নাকি?” আসিফঃ“আরে ধুর কী যে বলস ওর কোন বি এফ নাই” আমিঃমামা তো আমার জন্য পটাইয়া দেনা আসিফঃওকে মামা ট্রাই করবো এ বলে আমি ওকে রিকুয়েষ্ট পাঠালাম। পরদিন…………….. দেখি ও একসেপ্ট করেছে। চ্যাট এ পেলাম ওকে আমিঃHELLLLOOOO!!!ASHOLE KALKER GHOTONA TAR JONNO AMI SORRY তানজিঃNA THIK ASE ITS OK J ……………………………………………………………. সেই থেকে আমাদের চ্যাট করা শুরু। এর মাঝে একবার আমি ওর ফোন নাম্বার টা চাই ওর কাছে।

প্রথমে না করলেও পড়ে ঠীকই আমাকে নাম্বার দেয়. তারপর চলতো আমাদের সারাদিন কথা বলা। আমি একটু কম কথা বললেও ও সারাদিন এই বক বক করতো। এই ভাবেই চলে যায় কয়েকদিন.................. আমি ওর এক ইয়ার সিনিয়র ছিলাম তাই ও আমাকে মাঝে মাঝে ভাইয়া বলে ডাকতো L একদিন ও বলল যে “ভাইয়া কলেজ এ একটা ছেলে আমাকে প্রপস করসে আমি কি করব? L” আমি জানতাম যে ও এগুলা ভয় পায় ভয় পায় এই কারনে যে যদি প্রেম করে ছেকা খায় তাইলে কষ্ট সহ্য করতে পারবে না। তাও সাহস নিয়ে বলে ফেললাম “যে তানজি আমি তোকে অনেক আগে থেকেই ভালবাশি;তুই কি আমার হবি? ও আমাকে বলল “যে আমাকে একটু টাইম দাও আমি কালকে জানাব” আমি বললাম “ওকে ঠিক আছে” পরদিন আমাকে অবাক করে দিয়ে আমার প্রপসাল একসেপ্ট করে ফেললো আমার প্রেম বিষয়ক সব থিওরি ওর কাছে ফেল করল যে এতো কম সময় এ কোন মেয়ে প্রপোজ একসেপ্ট করতে পারে!!!:O তা যাই হোক শুরু হল আমাদের ভালোবাসা! সবই ঠিক ছিল খালি আমাদের মাঝে ছিল একটাই বাধা!আর তা হল দূরত্ব L ও থাকতো চট্টগ্রাম আর আমি ঢাকা। ও আমাকে প্রমিস করেছিল যে এক বছরের আগে ও আমার সাথে দেখা করবে না।

অজ্ঞতা তার কথাই রাখতে হল। কিন্তু ও সবসময় আমাকে বলতো “ঈশ তুমি যদি আমার সাথে থাকতে তো কী মজাটাই না হতো। আমি বলতাম “তাই?কী করবে আমাকে সামনে পেলে?” ও বলতো “প্রথমে আচ্ছামতো বকা দিবো। একসাথে বৃষ্টিতে ভিজবো,এক কাপে দুজন কফি খাবো, আর অনেক গল্প করবো ................................................ বাস সীতাকুণ্ড পৌছে গেছে। আর কিছুক্ষণ লাগবে তোমার কাছে আসতে পরী।

এখন একটু ঘুমাই :p ................................................ সকাল ১০টা বাজে,আমি জিইসি মোড়ে দাঁড়াইয়া আছি। হঠাৎ দেখলাম একটা নীলপরী আমার দিকেই আসছে। ফেসবুকের ছবির সাথে মিলিয়ে দেখে চিনতে ভুল হল না এটা কে!!!!!!! যাই আমার নীলপরীর স্বপ্ন পূরণ করি গিয়ে...........................। উৎসর্গঃআমার ভালোবাসাকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.