আমাদের কথা খুঁজে নিন

   

এবার বিকিনিতে সোনম

শর্মিলা, উর্মিলা, প্রিয়াঙ্কা কিংবা বিপাশা বলিউডের নায়িকারা যখনই বিকিনি পরেছেন তখনই হয়েছেন খবরের শিরনামে। এবার তালিকায় যোগ হয়েছে সোনম কাপুরের নাম। ভাবছেন, এ আর নতুন কি? তিনি তো এর আগেও বহুবার বিকিনি পরে ঘুরেছেন, রতে সুইমিংপুলে জলকেলি করেছেন। কিন্তু খবর হলো সেসব হয়েছে ফটোশ্যুট বা নিজের ইচ্ছায়। নূপূর আস্তানার নতুন ছবি 'বেওয়াকুফিয়াঁ' দিয়েই সিনেপর্দায় বিকিনি পরার হাতে খড়ি সোনমের।

ছবিতে গোলাপি রঙের বিকিনি পরে সুইমিং পুলে আয়ুষ্মান খুরানার সঙ্গে জলকেলি করতে দেখা যাবে সোনামকে। নূপূর আস্তানার বলেন, সোনাম শুধু ভাল অভিনেত্রী নয়, তার মতো স্টাইল স্টেটমেন্ট খুব কমই আছে বলিউডে। আর এই ছবিতে এমন একজন নায়িকাকেই দরকার ছিল। শাড়ি থেকে বিকিনি সব কিছুই দারুণভাবে ক্যারি করে সোনম।

'বেওয়াকুফিয়াঁ' ছবিটি একেবারে নতুন স্বাদের লাভস্টোরি।

ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। সোনমের বাবার চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর। ছবিটটি মুক্তি পাবে মার্চ মাসের ১৪ তারিখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.