আমাদের কথা খুঁজে নিন

   

তোমার মাঝেই বেঁচে থাকি

আমাদের জীবনটা জীবনই থেকে যায় সারাজীবন , লাইফ আর হয় না সিনেমার নায়ক নায়িকাদের মতো।

আমি একটা ছোট্ট ঘন্টা হয়ে
ঝুলে থাকতে চাই অনন্তকাল, তোমার হৃদয়ে।
তোমার খুশি হওয়া, তোমার দুখি হওয়া
তোমার উপুর হওয়া, অকারন উতলা হওয়া
প্রতিটা মুহূর্তকে আমি পাশে পেতে চাই।
জোস্ন্যা রাতে ব্যলকনিতে তুমি একা
হয়তো আমাকে ভেবেই তোমার অকারন হেসে ঊঠা ,
আমি দেখি লোভী জোছনা তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়ে,
শুসে নিতে চাই আমি সেই বয়ে চলাকে।
আর ঈষৎ উষ্ণ রাতে, তোমার ঘুমিয়ে থাকার কালে
জেগে থাকি আমি চুপি চুপি, তোমার গ্রীবার কোলঘেঁষে
নীল শিরাটির আনমনে তির তির কেঁপে ঊঠাকেও
সন্তর্পণে আমি জড়িয়ে নিতে চাই আবেশে ভালবেসে।
যখন তপ্ত দুপুরে , পিচগলা রোদ মাড়িয়ে
শাওয়ার নিচে তুমি একা, একে একে সব ছাড়িয়ে
ঠিক তখনো আমি থাকি তোমার গহীনে, মাদকতায় ডুবে
তখনো আমি টের পেতে চাই, আজো মিশে আছি তোমাতেই।
কোন একদিন গভীর গাঙ্গের তলদেশে জেগে উঠা দীর্ঘশ্বাসে
তোমার কপোল ছুয়ে পড়ে থাকে ক্লান্ত দুরারোগ্য অশ্রুদাগ,
হঠাত তোমায় কাঁপিয়ে দিয়ে যায় পৌষের শীতল পরশে
সেই মর্মান্তিক কাঁপন টাকে চাপা দিতে চাই আমি ভালবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.