টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলছেন দিলশান। দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে রোববার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর দিলশান বলেন, “বেশ কয়েক বছর ধরে ওরা ভালো ক্রিকেট খেলছে; বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। এই দুই ফরম্যাটে বাংলাদেশ ভালো দল। ওদেরকে নিজেদের মাটিতে হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত মৌসুমে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ অনেক ক্রিকেটার খেলেছেন। মোহামেডানের হয়ে খেলেছিলেন দিলশানও। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
“আমরা এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। তাছাড়া এখন প্রযুক্তির সুবিধা রয়েছে।
প্রত্যেকে এখন, নতুন খেলোয়াড়দের ওপর একটা চোখ রাখে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে। কোনো ভুল করা যাবে না। ”
এই সিরিজ শেষ হলেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলেরই গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের প্রস্তুতি নেয়ার জন্য এই সিরিজকে ভালো একটি সুযোগ হিসেবে দেখছেন দিলশান।
“বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের আগে আমাদের আবহাওয়া, কন্ডিশন দেখতে হবে। আমার মনে হয়, প্রত্যেকে এই সুযোগ কাজে লাগাবে। ”
মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারার মতো অভিজ্ঞদের পাশাপাশি কৌশল জেনিথ পেরেরা, সচিত্রা সেনানায়েকের মতো তরুণ ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কা দলে। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশান তরুণদের জন্য শেখার একটি চমৎকার সুযোগ হিসেবে দেখছেন এই সফরকে।
টি-টোয়েন্টি র্যাকিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কা এককভাবে কারো ওপর নির্ভরশীল দল নয় জানিয়ে দিলশান বলেন, “দলে থাকা প্রত্যেকে গুরুত্বপূর্ণ, আলাদা করে কারো নাম বলা খুব কঠিন। কৌশল ভালো একটা শুরু এনে দেয়, যা আমার কাজ আরো সহজ করে। দলে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের চমৎকার একটি ভারসাম্য রয়েছে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।