পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যান্ড দল জলের গান। জানা যায়, প্রথমটির মতো এবারও ভক্তরাই বেছে দেবেন জলের গানের দ্বিতীয় অ্যালবামের নাম। 'পাতালপুরের গান অথবা পাতালের জল; এই দুটো নাম থেকে যে কোনো একটি বেছে নেবেন ভক্তরা। জলের গানের ফেসবুক পেজে গিয়ে ভোঁ দিতে হবে। ' রাহুল জানান, পাঁচটি গানের রেকর্ডিং হয়ে গেছে।
বাকিগুলোর কাজ এগোচ্ছে। অ্যালবামে গান থাকবে ১০টি। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল। জলের গানের নতুন গানগুলোর মধ্যে 'এক কাপ চা', 'গীতল চিঠি', 'আন্ধার রাইতে', 'এই পাগল', 'শূন্য' বিভিন্ন কনসার্ট কিংবা টিভির অনুষ্ঠানে শ্রোতারা শুনছেন। এগুলোও থাকবে অ্যালবামে।
রাহুল বলেন, প্রথম অ্যালবামের মতো এবারও একজন অতিথি শিল্পী আমাদের সঙ্গে গান করবেন। খুব শ্রদ্ধা করি, পছন্দ করি, এমন একজন শিল্পীকে সঙ্গে রাখতে চাই। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।