আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের দেহ গলে গেলে ভালোবাসা কোথায় পালায় ? // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মানুষের দেহ গলে গেলে ভালোবাসা কোথায় পালায় ?
মানুষের মন মরে গেলে কঙ্কালের খাঁচায় কী থাকে হায় !
তবু মানুষ যে প্রাণ বলি দেয় প্রেম আর ভালোবাসায় __
আসলেই কি প্রেম আর ভালোবাসা বলে কিছু আছে ধরার ধূলায় ?

আমি যখন ঘুমে যাই__ভালোবাসাগুলো ঘুমে যায় ?
না সারারাত জেগে থাকে আমার শিয়রের উপর ?
আমি যদি প্রাণ ত্যাগ করে অসীম অনন্তে হারাই __
ভালোবাসা তখন করে কি দেহের উপর ভর ?

প্রাণের সাথে প্রেম মিশে থাকে__না দেহের সাথে মিশে থাকে ভালোবাসা ?
প্রাণ উঁবে গেলে, কিংবা দেহ পচে গলে গেলে,
তখন কোথায় থাকে প্রেম আর ভালোবাাসার বাসা ?
প্রিম আর ভালোবাাস তখন মিশে কি অথই নীলে ?

দেহ পচে গলে গেলে ভালোবাসা পচে গলে যায় ?
না প্রেম ভালোবাসা প্রাণের সাথে অনন্তে হারায় ?
১১.০২.২০১৪


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.