আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের পদত্যাগে প্রভাব পড়েনি: মাশরাফি

চোটের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তার জায়গায় শনিবার মাশরাফিকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই রাতেই পদত্যাগ পত্র জমা দেন ক’দিন আগেই দ্বিতীয়বারের মতো সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম।

তামিমের পদত্যাগের পর থেকে গণমাধ্যমের সঙ্গে খেলোয়াড়দের কথা বলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার প্রথম টি-টোয়েন্টির আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো কথা বলেন মাশরাফি।

আর তার সিংহভাগ জুড়ে থাকল সেই তামিম প্রসঙ্গই।

সাড়ে তিন বছর পর নেতৃত্বে ফিরে ‘খারাপ লাগছে না’ জানিয়ে মাশরাফি বলেন, “সংবাদ সম্মেলনে সব সময়েই কঠিন। বোর্ড আমাকে একটি কাজ দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। ”

“আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমাদের ভেতর কোনো সমস্যা হয়নি।

এটা স্বাভাবিক, বাইরে হয়তো কথা হয়েছে। কিন্তু আমাদের ভেতর এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। তামিমসহ অন্য সবাই সহায়তা করছে। সব কিছু পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছে। ”

তামিম ইস্যু দলে কতটা প্রভাব ফেলেছে সেই প্রসঙ্গে দেশসেরা এই পেসার বলেন, “আমার মনে হয়, দলে একদমই প্রভাব পড়েনি।

দলের তরুণ খেলোয়াড়দের অনুশীলনে মনযোগী রাখার জন্যই নিষেধাজ্ঞা ছিল। দলের অনেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, তাদের ভালো প্রস্তুতির জন্যই এটা করা হয়েছি। ”

তামিমের সঙ্গে আলাদা করে কথা বলার প্রয়োজন হয়নি জানিয়ে মাশরাফি যোগ করেন, “তামিম ‘ভেরি ভেরি প্রফেশনাল’ ক্রিকেটার। এখন সে বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলছে। প্রসেসটা আমার মনে হয় খুব ভালো জানে।

“আমি ক্রিকেট ভক্তদের একটা কথাই বলতে চাই, এই বিষয়টি নিয়ে আমাদের ভেতরে কোনো ‘কনসার্ন’ নেই। একটা টিম হিসেবে আছি। পুরোপুরি মনোযোগ এখন কালকের ম্যাচটা নিয়ে। একেবারেই সত্যি যে, আমরা সবাই এক হয়ে আছি। কোনো সমস্যাই তৈরি হয়নি।

তামিমকে অবশ্য ঘাড়ের ব্যথা এখনো ভোগাচ্ছে। সোমবার অনুশীলনই করেননি, মঙ্গলবার ঘাড়ে টেপ নিয়ে কিছুটা ব্যাটিং করতে পেরেছেন তিনি।

“তামিমের শারীরিক অবস্থা ফিজিও দেখছেন। তিনিই ভালো বলতে পারবেন, কারণ এখনো সে তার অধীনেই আছে। তিনি চোট খতিয়ে দেখছেন।

আশা করছি ভালো হয়ে যাবে। ”

নিয়মিত অধিনায়ক ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুশফিকের চোটই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতি জানিয়ে জানিয়ে মাশরাফি বলেন, “মুশফিক দুই বছর ধরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানো আমাদের জন্য খুব খারাপ হল। ”

এর আগেও তামিম, সাকিব আল হাসান, মাশরাফির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই জিতেছে বাংলাদেশ। এবার তেমন কিছুরই প্রত্যাশা মাশরাফির।

 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।