আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের ১০ ঘণ্টার পর বস্তাবন্দী জীবিত যুবক উদ্ধার

অপহরণের ১০ ঘণ্টা পর পুরান ঢাকার কলতাবাজার থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় বস্তাবন্দী এক জীবিত যুবককে উদ্ধার করা হয়েছে। তার নাম রবিউল ইসলাম (২৪)। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কলতাবাজার আব্দুল মজিদ লেন থেকে তাকে উদ্ধার করা হয়। রবিউলের বাবা মোহাম্মদ ফারুক হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর রবিউলের মুঠোফোনে পার্টস বিক্রির নাম করে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। এরপরই সে ২৭ হাজার টাকা নিয়ে মগবাজার চলে যায়।

তবে রাত অনেক হলেও সে বাসায় না ফেরায় তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। তিনি ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে একটি বস্তা থেকে গোঙ্গানির শব্দ পান। কাছে গিয়ে নিজের ছেলেকে উদ্ধার করেন। তার হাত-পা বাঁধা ছিল।

মুখে স্কচটেপ লাগানো এবং শরীরের বিভিন্ন অংশে অসংখ্য জখমের চিহ্ন ছিল। এদিকে সোমবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে নাটোরের তিন বিএনপি কর্মীকে অপহরণ করা হয়েছে। তারা হলেন_ সিংড়ার চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, সিংড়ার কলম ইউনিয়নের যুবদল সভাপতি রিপন এবং যুবদল কর্মী শাহ আলম। বিএনপির কেন্দ্রীয় স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আশুলিয়ায় নিয়ে তিনজনকে ছেড়ে দিলেও বিএনপি নেতা ইব্রাহিম, রিপন ও শাহ আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে।

না পেয়ে বিষয়টি হাইকোটে জানানো হয়েছে। আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.