আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের ৩ মাস পর বস্তাবন্দি যুবক উদ্ধার

অপহরনের ৯০ দিন পর বস্তা বন্দি অবস্থায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বামুন্দি পুলিশ ক্যাম্পের ১০০ গজ দুর থেকে বস্তাবন্দি আবস্থায় উদ্ধার করে বামুন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কুতুব শেখের ছেলে মজনু (৩০) আত্মীয়ের বাড়ি বেরাতে যাওয়ার সময় অপহূত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় মজনুর পিতা গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করে। অবশেষে মুক্তিপনের টাকা না  পেয়ে তাকে তিন মাস ধরে আটকে রেখে আজ সকাল সাড়ে ৮ টার দিকে পচা গরুর ভুরি সহ একটি বস্তার মধ্যে করে বামুন্দি পুলিশ ক্যাম্পের ১শ গজ দুরে ফেলে রেখে যায়। 

খবর পেয়ে বামুন্দি পুলিশ কাম্পের আই সি সামসুল হক ফোর্স নিয়ে যুবককে উদ্ধার করে বামন্দির হুদা ক্লিনিকে ভর্তি করে।

ক্লিনিকের কর্তব্যরত চিকিতৎসক জানান, দির্ঘদিন তাকে আটকে রেখে প্রয়োজনীয় পানি খাবার না দেয়ায় তার শরির দুর্বল ও পানিশূন্যতায় পড়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.