আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
ফাগুন মাসের আট তারিখে
ভাই হারানোর দুঃখ শোকে
কাঁদছে যখন মন
দেখি তখন একি প্রহসন
ভাষা প্রেমের মিথ্যে ছলে
বাংলা তারিখ মাস ভুলে
ফেব্রুয়ারী মাসের একুশ তারিখে
কোন অভাবে কিসের দুঃখে
ভাষা দিবস করছে পালন
ভাষার প্রেমে ভাষাবিধগণ?
বারো মাসে একটা দিন
বাংলা সুরে বাজিয়ে বীণ
মরিচ পুঁড়ে পান্তা ভাতে
মজা করে ইলিশ খেতে
সোনার বাংলার দামাল ছেলে
সালাম, জব্বার, বরকতে
পিচ ঢালা ঐ রাজ পথে
বুকের তাজা খুন ঢালে?
ভাষা দিবস রাত প্রহরে
শহীদ বেদীর উঠোন জুড়ে
সবার আগে ফুল দিতে
মিডিয়াতে মুখ দেখাতে
ফুল নিয়ে কাড়াকাড়ি
পরস্পরের মারামারি
বোমা ফোটে, গুলি ছুটে
আতঙ্কে যে প্রহর কাঠে
এমন ভাবে কেমন করে
বাংলা ভাষার মান বাড়ে?
প্রশ্ন গুলো আমার মনে
ঘুরছে মাথায় বন্ বনে
জ্ঞান তো সবার টন্ টনে
জিজ্ঞাসা তাই সর্ব জনে;
উত্তর গুলো দিবে কি কেউ
মিঠায় তবে মনের ঢেউ
প্রহর গুণি মনে মনে
আট তারিখের এই ফাগুনে;
ভুল বুঝলে দুঃখ পাবো
অবুঝ মনে
অধম কবির লক্ষ সালাম
শহীদ প্রানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।