আমাদের কথা খুঁজে নিন

   

ঘাতক প্রেমিক সাইদুর দূর্ত প্রকৃতির, তরুণীর মায়ের থানায় মামলা

নারায়ণগঞ্জ শহরের রূপায়ন আবাসিক হোটেলের কক্ষ থেকে জবাই করে হত্যা করা তরুণী প্রেমিকার পরিচয় পাওয়া গেছে। তার নাম কাজল(২৩)। সে কুমিল্লা জেলার বুড়িচং এলাকার বাসিন্দা।

আর ঘাতক প্রেমিক সাইদুর রহমান ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসিন্দা।

এদিকে তরুণী কাজলকে জবাই করে হত্যার ঘটনায় তার মা সেলিনা বেগম বাদী হয়ে আজ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় ঘাতক আটককৃত সাইদুরকে আসামী করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশ জানান, ঘাতক প্রেমিক সাইদুর রহমান দূর্ত প্রকৃতির। সে একেক সময় তার ভিন্ন ভিন্ন নাম বলছে। কখনো বলছে সে মানিক, কখনো শহীদ আবার কখনো সাইদুর। তবে নিজের নাম বংশ লুকিয়ে তার শেষ রক্ষা হবে না ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, সাইদুর প্রেমিকার কাজলকে হত্যার কথা স্বীকার করেছে। সে জিদের বশে কাজলকে হত্যা করেছে। তবে তাকে আরোও জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে শহরের ২নং রেলগেটস্থ আবাসিক হোটেল রূপায়নের ৪ নং কক্ষ থেকে কুমিল্লার তরুণী মেয়ে কাজলের জবাই করা লাশ পাওয়া যায়। তাকে তার প্রেমিকা সাইদুর রহমান জবাই করে হত্যার পর পালানোর সময় জনতা আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে।

খবর পেয়ে গতকাল রাতেই হত্যার শিকার তরুণী কাজলের মা সেলিনা বেগম ও বোন সাবিনা নারায়ণগঞ্জ থানায় আসেন।

পরে কাজলের বোন সাবিনা জানান, ঘাতক সাইদুর তাদের বাড়িতে কয়েক বার গিয়েছিল। মোবাইল ফোসের সূত্র ধরে কাজল ও সাইদুরের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। তবে বোনের এ পরিনতি ঘটবে তা তিনি কল্পনা করেননি।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।