১৪ মিলিমিটার দৈর্ঘ্যের তারবিহীন এই নমুনা যন্ত্রটি একসঙ্গে রক্তের পাঁচটি উপাদান মাপতে পারে। ব্লুটুথ এবং রেডিও ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসকরা সেই ফলাফল গ্রহণ করতে পারবেন।
ডিভাইসটি একটি সূচের সাহায্যে চামড়ার ঠিক নিচের টিস্যুতে প্রবেশ করানো হয়। এরপর প্রয়োজন অনুযায়ী একে মাসের পর মাস সেখানে রেখে দেয়া যায়।
রক্তে কোলেস্টেরল এবং ডায়াবেটিসের পরিমাণ পরিমাপের সঙ্গে সঙ্গে কেমোথেরাপির রোগীদের ক্ষেত্রেও এই ডিভাইস ব্যবহার করা যাবে।
অধ্যাপক দে মিকেলি বলেন, ‘ডিভাইসটি রোগীর গ্রহণক্ষমতা অনুযায়ী, সরাসরি রক্ত পর্যবেক্ষণ করবে।’ আপাতত যন্ত্রটি ল্যাবরেটরিতে প্রাণীদের ওপর পরীক্ষা করা হচ্ছে।
বিজ্ঞানীরা আশাবাদী, চার বছরের মধ্যেই ডিভাইসটি রোগীরা ব্যবহার করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।