আমাদের কথা খুঁজে নিন

   

রাতের শরীরে আঁধার...

স্বপ্নবাজ

বাজেনা মন্দিরে ঘন্টা, রাতের শরীরে আঁধার, উদাস এলোমেলো মনটা সামনে দেয়াল বাঁধার, হঠাৎ কি যেন ঝড় এলো, সবকিছু ভেজা অগোছালো, বন্য শিয়াল ছুটে গেলো, খালি যত আছে স্বপ্নাধার, বাজেনা মন্দিরে ঘন্টা, রাতের শরীরে আঁধার... প্রতিদিন সকাল আসে, মন করে থাকে ভার, বৃষ্টিতে রাজপথ ভাসে, হাজার প্রাণের সাঁতার, মনের চৌকাঠে ঘুনধরা, প্রতি মূহুর্তেই স্বপ্নখরা, বাহিরদ্বারে কে নাড়ে কড়া, তুমি কে, কে তোমার, বাজেনা মন্দিরে ঘন্টা, রাতের শরীরে আঁধার... © Razib Hasan

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।