লেখক/কবি
ছায়ার শরীরে কোন চিহ্ন আঁকা থাকে
অন্ধকার এতোসব পেতে পারে না
নিজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে পেতে
ক্লান্ত দুচোখে আসে অনিঃশেষ ঘুম
পাহাড়ের ওপারে এক অনাঘ্রাতা নদী
সে জলে ভেসেছে কিছু বৃন্ত ছাড়া ফুল
কোথায় হারাবে সব এই তো মোহনা
মাঝে মাঝে ভেসে থাকা চেতনার দ্বীপ
ব্যথায় ফেলেছি ধুয়ে
কোনো এক কামনার বীজ
একটি পালক উড়ে এসে ছুঁয়েছে কাউকে
এমন স্পর্শ কিছু মনে পড়ে না
যে আঁধারে হারিয়েছি সব জোছনা
জোছনার রাত
http://onukabbo.net/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।