আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন আসছে ফায়ারফক্সে

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পাম ডেজার্টের ওই মিটিংয়ে নতুন বিজ্ঞপন ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছে মোজিলা। ব্রাউজারের নতুন ব্যবহারকারীর পছন্দ হতে পারে বা কাজে লাগতে পারে এমন ওয়েবসাইট বা সেবার বিজ্ঞপন দেখানোর পাশাপাশি বিজ্ঞাপন খাত থেকে আয়ও বাড়াতে চাইছে মোজিলা।
ফায়ারফক্সের নিউ ট্যাব পেইজে যে ৯টি খালি টাইলস থাকে সেখানেই বিজ্ঞাপন দেখাবে মোজিলা। একজন ব্যবহারকারীর পছন্দ এবং ব্রাউজার রেকর্ডের উপর ভিত্তি করে পূরণ হত খালি টাইলসগুলো। এখন ওই খালি টাইলসগুলোতেই থাকবে বিজ্ঞাপন।

মোজিলা ওই টাইলসগুলোর নাম দিয়েছে ডিরেক্টরি টাইলস।
কেবল নতুন ফায়ারফক্স ব্যবহারকারীরাই দেখতে পারবেন ডিরেক্টরি টাইলস। যেসব ব্যবহারকারী অনেকদিন ধরে ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের নিউ ট্যাবে আসবে না ডিরেক্টরি টাইলস। নতুন ব্যবহারকারীদের নিউ ট্যাবের খালি টাইলসগুলোর জায়গাতেই বিজ্ঞাপন দেখাবে মোজিলা।
তবে এখনই ব্যাপকভাবে আসছে না ডিরেক্টরি টাইলস।

মোজিলার কন্টেন্ট সার্ভিসবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ড্যারেন হারমান জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে অল্প সংখ্যক ব্যবহারকারীর নিউ ট্যাবে থাকবে ডিরেক্টরি টাইলস। ডিরেক্টরি টাইলসের সময়সীমা পুরোটাই নির্ভর করবে তাদের অভিজ্ঞতার উপর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.