সম্প্রীতি সম্পর্কে ইসলামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহতায়ালা বলেন, তোমরা সৎকাজ ও তাকওয়ায় পরস্পর সাহায্য কর এবং পাপ ও অন্যায় কাজে একে অন্যের সাহায্য কর না। (সূরা আল-মাদিয়া : ২) সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য মহান আল্লাহতায়ালা বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের একদল অপর দলকে অন্যায় আক্রমণ করলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে; যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের কাছে আত্দসমর্পণ করে। যদি তারা আত্দসমর্পণ করে, তাহলে তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে মীমাংসা করবে এবং সুবিচার করবে।
যারা ন্যায়বিচার করে তাদের আল্লাহ ভালোবাসেন (সূরা আল-হুজরাত : ৯) সামাজিক সম্প্রতি নষ্টের অন্যতম কারণ হলো একে অন্যের প্রতি উপহাস করা। এ ব্যাপারে মহান আল্লাহতায়ালা বলেন, হে ঈমানদারগণ! কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে; কেননা, যাকে উপহাস করা হয়, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। আর কোনো নারীও যেন অপর কোনো নারীকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অন্যের প্রতি দোষারোপ কর না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেক না; কারও ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই সীমা লঙ্ঘনকারী (সূরা আল-হুজরাত : ১১) সামাজিক সম্প্রীতির ব্যাপারে হাদিস শরিফে ইরশাদ করা হয়েছে_ সাবধান! অযথা ধারণা করা থেকে বিরত থাক।
কেননা, অযথা ধারণা সবচেয়ে বড় মিথ্যা। মানুষের ছিদ্রান্বেষণ কর না, পরস্পরের ত্রুটি অনুসন্ধান কর না, রেষারেষি কর না; পরস্পর হিংসা পোষণ কর না, পরস্পর বিদ্বেষ পোষণ কর না, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও, যেভাবে তোমাদের আদেশ করা হয়েছে। এক মুসলিম আর এক মুসলিমের ভাই, সে তার ওপর জুলুম করতে পারে না। তাকে লাঞ্ছিত করতে পারে না এবং অবজ্ঞাও করতে পারে না, তাকওয়া এখানে (অন্তরে)। কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা বা ঘৃণা করবে।
প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক মুসলিমের রক্ত, মানমর্যাদা ও ধন-সম্পদ হরণ করা হারাম। (বুখারি ও মুসলিম) মহান আল্লাহতায়ালা আমাদের সবাই সম্প্রীতি বজায় রেখে চলার তৌফিক দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।