আমাদের কথা খুঁজে নিন

   

আপনি সব বুঝেন তাইনা????

ভাবতে ভালো লাগে

আপনি সব বুঝেন,সব কষ্ট অনুভব করেন তাইনা??
সেই ছেলেটাকে একবার প্রশ্ন করে দেখেন যে জানে তার বাবা মারা যাচ্ছে তাই বাবাকে বাঁচাতে রিকশাওয়ালা,CNG ড্রাইভার সবার পায়ে ধরে কিন্তু কেও যেতে চায়না।
সেই ছেলেটাকে যে তার বাবাকে বাঁচাতে পারেনা কিছু জানোয়াররুপী ডাক্তারদের জন্য।
তাকে যে তার বাবার লাশ কাঁধে নিয়ে যায়।
তাকে যে এই মাত্র তার বাবাকে দাফন করে আসলো।
তাকে যে কিনা সকালে সবার সাথে বসে হাসি-ঠাট্টা করে নাস্তা করেছে কিন্তু দুপুরের খাবারে সে নেই।


তাকে যে বাবাকে দাফন করে সেই বাসায় ফিরে আসে যে বাসায়,যে বিছানায় একটু আগেও তার বাবা ছিল এখন নেই।
তাকে যে কিনা একফোঁটা কাঁদতে পারেনা কারন সে মানুষটা ছোট কিন্তু পরিবারের বড় ছেলে। আর বড় ছেলে কাদলে তার মা,বোনের কি হবে আর তার দায়িত্ব যে অনেক সে ভাঙ্গলে সব কাজ কে করবে (যদিও মানুষের অভাব নাই কিন্তু তারা গল্পে মশগুল। তারা Reunion এ এসেছেন)
তাকে যে প্রতি ঈদের নামাজ শেষে দেখে সবাই কোলাকুলি করে কিন্তু তার সাথে কোলাকুলি করার কেউ নেই।
তাকে যে বাবার অবর্তমানে ওই ছোটবেলা থেকেই শক্ত দেয়ালের মত তার পরিবারকে ঘিরে রাখে কিছু হিংস্র কুকুর,শকুনের কাছ থেকে।

আর দেয়ালের একপাশ অনেক সুন্দর মসৃণ হলেও অপরপাশ ওদের আঘাতে ক্ষতবিক্ষত,নিঃশেষ,ক্লান্ত।
তাকে যে অনেকদিন ধরে ঈদের কাপড় নেয়না। নিজেরটা দিয়ে মা-বোন কে কিনে দেয় কিন্তু বাবা থাকলে ঠিকি নিতো।
এমন আরও হাজারো কারন আছে। এখন বলেন আপনি সব কষ্ট বুঝেন তাইনা?? আসলে আপনি কিছছু বুঝেননা।

যার হয় সেই একমাত্র বুঝে।

আমি জানি তুমি সবসময় আমার সাথে আছ,থাকবা।
শুভ ভালবাসা দিবস আব্বা। অনেক বেশি ভালবাশি। ভালো থেকো।


আজকের দিনে একটাই চাওয়া আল্লাহ্‌ তোমাকে বেহেস্ত দান করুন।
I Miss You A Lot

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.