বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত। ছাগু ছন্দটি যারা বুঝতে পারবেন না তাদের কে নীচের অর্থ গুলা মনযোগ সহ কারে দেখার জন্য অনুরধ করা হল।
মাদ্রেসা হয় বাগে- জান্নাত,
আর হুজুরেরা হয় টাইটেলি।
একঘন্টা হয় পড়া লিখা,
আর হাথ ঘণ্টা হয় বাইছলামি।
তোরা হুজুর তোরা মুজুর,
তোরা দেশটা জ্বালাইলি।
মাথা চাইচ্চা ঝুনা নাইরকেল,
তোরা ই তো বানাইলি।
যারা ভাষাটা বুঝতে পারেন নাই তাদের জন্যঃ
১. টাইটেলি- টাইটেল পাস।
২. হাথ-সাত।
৩. বাইছলামি-মস্করা/ কউতক।
৪. মাথা চাইচছা- চান্দু মাথা/বেল মাথা।
৫. ঝুনা নাইরকেল- পাকা নারকেল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।