আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ীর হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্ত

রাজধানীর যাত্রাবাড়ীতে জামিল মিয়া (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীর দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে বাদল সর্দার রোডে এ ঘটনা ঘটে। গতকাল ভোর ৬টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত জামিলের ভাই শামীম মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফোন পেয়ে জামিল যাত্রাবাড়ীর সুতি খালপাড়ের বাসা থেকে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় এক লোকের কাছে খবর পেয়ে দুই হাত ও পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এদিকে, ভাটারায় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান মাহমুদ লালনকে (২৭) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা আড়াইটার দিকে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.