ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। রাত জেগে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না ডাকাতি। শুক্রবার রাতে উপজেলার পানিয়ারুপ গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার পানিয়ারুপ গ্রামের গোলাম আম্বিয়ার বাড়িতে শুক্রবার রাত ২টায় ২৫-৩০ জনের ডাকাতদল লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। এ সময় তাদের গুলিতে আহত হন সৌদি প্রবাসী রহমত উল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জানা যায়, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রতি রাতে উপজেলায় ঘটছে ডাকাতির ঘটনা। ডাকাত আতঙ্কে নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ মানুষ। গত এক মাসে ২৭ বাড়িতে হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। ডাকাত প্রতিরোধে পানিয়ারুপ গ্রামে রাত জেগে চালু করা হয়েছে পাহারা। তারপরও ঠেকানো যাচ্ছে না ডাকাতি। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল বাশার জানান, ডাকাত প্রতিরোধে পাহারার জন্য ৩০০ লোকের তালিকা করা হয়েছে। প্রতিদিন ২০ জন করে রাত জেগে পাহারা দেন। তারপরও প্রতিরোধ করা যাচ্ছে না ডাকাতদের। কসবা থানার ওসি জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে ওই দিকে নজর দেওয়া সম্ভব হচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।