ইরানের সঙ্গে অন্তর্বর্তী পরমাণু চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে তাদের ৩৫ হাজার সেনা মোতায়েন অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল বাহরাইনে এ কথা বলেন। সেখানে এক সম্মেলনের বক্তব্যে হেগেল আরও বলেন, ইরানের সঙ্গে পরমাণু সংক্রান্ত একটি অন্তর্বর্তী চুক্তি সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের ৩৫ হাজারের বেশি সেনার কোনো হেরফের করা হবে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক চালুর পর উপসাগরীয় আরব মিত্রদেশগুলো উদ্বিগ্ন হওয়ায় তাদের আশ্বস্ত করতেই হেগেল এই সফর করছেন। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকবে এমন মার্কিন অস্ত্র ও সম্পদের একটি তালিকা তৈরি করেছেন হেগেল। তিনি বলেন, 'উপসাগরীয় অঞ্চলে আমাদের স্থল, নৌ ও বিমান বাহিনীর ৩৫ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।' এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।