আমাদের কথা খুঁজে নিন

   

রায়ের কপি হাতে পেলে জামায়াত বিষয়ে সিদ্ধান

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। গতকাল ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সংসদ নির্বাচন বিষয়ে কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতা রক্ষা করে ভুল-ত্রুটি মুক্ত, অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়। এদিকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে ইসি ৯১-ই ধারা বিলুপ্তির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাজনৈতিক দলগুলো ইসির প্রতি আস্থা হারিয়েছে কি-না এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ ধারা বিলুপ্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছি। রাজনৈতিক দলগুলো প্রয়োজনে এ বিষয়ে কথাও বলতে পারবে।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। আমরা ভোটার এলাকা নির্দিষ্ট করে দিতে বলেছি। কিন্তু এখন পর্যন্ত তারা কিছু জানায়নি। যদি ঈদের পর মন্ত্রনালয় বিষয়টি ঠিক করে দিতে পারে তাহলে আমরা তফসিল দিতে পারব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.