আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানী হত্যা মামলায় রায়ের আপিল করা হবে : পরর&

ফেলানী হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়ার পর ন্যায়বিচার পাইনি মনে হলে আপিল করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক তৎপরতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন।

বাংলাদেশ-ভারতে সীমান্তে বিএসএফ কর্তৃক ফেলানী হত্যা মামলায় একমাত্র আসামিকে খালাস দেওয়ার বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, চূড়ান্ত রায় পাওয়ার পর আমরা দেখব। সেখানে যদি মনে হয়ে আমরা ন্যায়বিচার পাইনি তাহলে ভারত সরকারের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে আপিল করা হবে। সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ড্রোন মোতায়েনের খবর আমরা খবরের কাগজে দেখেছি। এ বিষয়ে আমরা ভারতের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছি।

সংবাদপত্রের অনেক খবরেরই কোনো ভিত্তি থাকে না। অনেক সময় সংবাদপত্রে আমরা উড়ো খবরও দেখে থাকি। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আগে বৈরী সম্পর্ক ছিল। এখন আমরা সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি। আগে ভাবাই যেত না এমন অনেক কিছুই এখন আমরা করছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের বাজারে আমরা এখন শুল্ক ও করমুক্ত পণ্য রপ্তানি করছি। তিন বিঘা করিডোর এখন ২৪ ঘণ্টা খোলা রাখা সম্ভব হয়েছে। এ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি প্রবাহের তথ্য এখন আমরা আগে থেকেই পাই। ফলে বন্যার পূর্বাভাস জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে আমেরিকার উদ্বেগ সম্পর্কে দীপু মনি বলেন, বাংলাদেশ নিয়ে অন্য দেশের আগ্রহ ইতিবাচক।

ড. ইউনূস ইস্যুতে আমেরিকার উদ্বেগ সম্পর্কে তিনি বলেন, সব সরকারেরই দায়িত্ব কোথাও আইনের লঙ্ঘন হলে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ড. ইউন?ূসের ক্ষেত্রে সরকার সেই দায়িত্বই পালন করেছে। আইনবহিভর্ূতভাবে এই প্রতিষ্ঠান (গ্রামীণ ব্যাংক) বা তার ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে সরকার কিছু করেনি। ভবিষ্যতেও কিছু করবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.