রাজধানীর নিত্যপণ্যের বাজারে চাল, আটা ও ভোজ্যতেলের দাম বেড়েছে। কমেছে মাছ ও সবজির। মানভেদে চালের দাম কেজিতে বেড়েছে এক থেকে তিন টাকা। ভোজ্যতেলের দাম লিটারে বেড়েছে দুই থেকে তিন টাকা। গতকাল এক লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১১৮ থেকে ১২০ টাকায়।
গত সপ্তাহে এই তেল বিক্রি হয়েছে ১১৬ টাকায়। সরবরাহ কম থাকায় ভোজ্যতেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে গত সপ্তাহের তুলনায় পিয়াজের দাম কেজি প্রতি কমেছে ৫ টাকা। গতকাল এক কেজি দেশি পিয়াজ ২২ থেকে ২৫ টাকায়, ভারতীয় পিয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, সাধারণ ও চিকন চালের দাম বেড়েছে।
স্বর্ণা ৩৮ থেকে ৪০, বিআর-২৮ ৩৬ থেকে ৩৮, পাইজাম ৪৬ থেকে ৪৮, নাজির ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হয়েছে। ১৪০ টাকা কেজির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। অবশ্য দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৩২০ টাকায়। এ ছাড়া সবজির দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কমেছে।
গতকাল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ২০, কাঁচামরিচ ৫০, বেগুন ৩০ থেকে ৩৫, টমেটো ২০, ঢেঁড়স ৪০, শালগম ২০, শসা ২৫-৩০, মুলা ১৫, নতুন আলু ৮-১০, গাজর ২৪-২৬, করল্লা ৫০ টাকা দরে বিক্রি হয়। প্রতি পিস মাঝারি আকারের ফুলকপি ২০, বাঁধাকপি ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে। লালশাক, কলমি শাক, লাউ শাক, পালং শাক, মুলা শাক, পুঁইশাক, ডাঁটা শাকসহ নানা ধরনের শাকের অাঁটি পাঁচ থেকে ১০ টাকা দরে বিক্রি হয়। চায়না বড় রসুন ৮০-৮২, দেশি রসুন ৭০, চায়না আদা ১১৫-১২০, ইন্দোনেশিয়ান আদা ১৩০ টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।