যুক্তরাজ্যে প্রতি বছর ৭২ হাজার পুরুষ ধর্ষণের শিকার হয়ে থাকেন। যার অর্থ হলো, দেশটিতে শতকরা ১২ ভাগ বা প্রতি দশজনের মধ্যে একজন বা তারও বেশি পুরুষ ধর্ষিত হচ্ছেন। এবার পুরুষ নির্যাতন ঠেকাতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ব্রিটিশ সরকার। সম্প্রতি প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত বছর ব্রিটেনের ২১৬৪ জন পুরুষ ধর্ষণ ও নানা রকম যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।এদের মধ্যে ১৩ বছরের শিশু থেকে শুরু করে বেশি বয়সীরাও রয়েছেন।
পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতন ঠেকাতে ব্রিটিশ সরকার আগামী অর্থ বছরে পাঁচ লাখ ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এসব অর্থ সোস্যাল কাউন্সিলিং, পরামর্শ এবং ধর্ষিত পুরুষদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।