যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
১. গণিতের একটি বিখ্যাত থিওরী " কবুতর কুয়া তত্ত্ব ". এক গণিত বোদ্ধা বন্ধ আমাকে থিওরীটা এভাবে বুঝিয়েছিলেন :
" আপনার কাছে যদি ৭ টা কুয়া থাকে, আর ৮ টা কবুতর থাকে, আপনি সবগুলা কুয়ায় একটা করে কবুতর রাখেন, তবে একটা কবুতর অবশ্যই বেশী হবে, যাকে আপনি কুয়ায় ঢুকাতে পারবেন না! "
অনেকের কাছেই থিওরীটা হাস্যকর মনে হবে । অথচ এই থিওরীটা জানা থাকলে বাস্তব জীবনের অনেক সমস্যাই সুন্দর ভাবে দেখকা যায়, অবাক হতে হয় না, বা হোচট খেটে হয় না ।
২. ডিজিটাল স্টোরেজ আর থিওরী অব কম্পিউটিং ।
স্টোরেজ একটা বড় ইসু । মেমরী বা স্টোরেজ নিয়ে সাধারণ অসাধারণ সবাই চিন্তিত ।
তবে ডিজিটাল থিওরী মতে একটা ডিজিটাল সুইচ বা মেমরী ডিভাইসে আপনি মাত্র দুটি স্টেট বা অবস্হা রাখটে পারবেন ।
আর 'এন' সংখক 'সুইচ' বা মেমরী দিয়ে আপনি '২' এর পাওয়ার 'এন' সংখক স্টেট বা অবস্হা ধরে রাখতে পারবেন ।
তাই,
একটা সুইচ দিয়ে আপনি অন অফ করে ২ টা স্টেট রাখতে পারবেন ।
২ টা সুইচ দিয়ে আপনি অন অফ করে ৪ টা স্টেট রাখতে পারবেন ।
৩ টা সুইচ দিয়ে আপনি অন অফ করে ৪ টা স্টেট রাখতে পারবেন ।
৪ টা সুইচ দিয়ে আপনি অন অফ করে ১৬ টা স্টেট রাখতে পারবেন ।
৫ ----------------------------------৩২ ---------------------।
৬----------------------------------৬৪ ---------------------।
৭ ----------------------------------১২৮ --------------------।
তাই আপনাকে যদি ১০০ সংখা মনে রাখতে হয়, বা ঢারণ করতে হয় তবে অবশ্যই ৭ টা সুইচ লাগবে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।