দুরে তুমি দাড়িয়ে
কি যে সমস্যা হলো আমার বুঝতে পারছিনা। কেউ সাহায্য করবেন?
সমস্যা টা হলো:
(ক) এবং (খ) এর বাসা পাশাপাশি। ২টি বাসাতেই কবুতর থাকে। একদিন (ক) এর বাসার ১ টি কবুতর (খ) এর বাসায় উড়ে যায়। তখন (খ) এর বাসার কবুতর এর সংখ্যা (ক) এর বাসার কবুতর এর দ্বিগুন হয়ে যায়।
আবার যদি, (খ) এর বাসার ১ টি কবুতর (ক) এর বাসায় উড়ে যায়, তাহলে (ক) এবং (খ) এর বাসার কবুতর এর সংখ্যা সমান হয়ে যায়।
এখন বলতে পারছিনা যে, (ক) এবং (খ) এর বাসায় প্রথমে কতটি করে কবুতর ছিল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।