খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের করমজল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান সিরাজ শিকদার নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, সুন্দরবনের করমজল এলাকায় সিরাজ শিকদার তার বাহিনী নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে শুক্রবার বিকালে পাইকগাছা থানার ওসি এম মশিউর রহমান এবং দাকোপ থানার ওসি শিকদার আক্কাস আলীর যৌথ নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর ডাকাত বাহিনীর সদস্যরা গভীর বনে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাহিনী প্রধান সিরাজ শিকাদারের গুলিবিদ্ধ লাশ, একটি দেশি বন্দুক, দুটি পাইপগান, ১০ রাউন্ড বন্দুকের গুলি, ৪টি দা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।