আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুকযুদ্ধে দুই 'ডাকাত' নিহত

যশোরের কেশবপুরে রজো ডাকাত ও মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাত সরদার বাবুল পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর : গত শনিবার গভীর রাতে যশোরের কেশবপুর উপজেলার মির্জানগরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রজব আলী বিশ্বাস (৫০) ওরফে রজো ডাকাত নিহত হয়েছে। নিহত রজবের নামে কেশবপুর থানায় কমপক্ষে ২৩টি মামলা রয়েছে। কেশবপুর থানার ওসি আবদুল জলিল জানান, শনিবার রাতে ঝিকরগাছা উপজেলার বাকড়া থেকে পুলিশ রজব আলীকে আটক করে। পরে রাত ২টার দিকে তাকে নিয়ে পুলিশের একটি দল উপজেলার মির্জানগর কবরস্থানের পাশে একটি বাগানে অস্ত্র উদ্ধারে যায়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রজব আলীর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় পুলিশের কাছ থেকে রজব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে রজব আলী মারাত্দক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেশবপুর থানার ওসি দাবি করেন, ঘটনার সময় দুর্বৃত্তদের ছোড়া বোমায় পুলিশের তিন সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার, কৃষ্ণপদ গাইন ও আকরাম হোসেন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রিভলবারের গুলি ও একটি ছোরা উদ্ধার করেছে। নিহত রজব আলী কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের আবদুল আজিজ বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, তার নামে চারটি হত্যা, দশটি ডাকাতি, চারটি অস্ত্র, চারটি বোমাবাজিসহ কমপক্ষে ২৩টি মামলা রয়েছে।

মৌলভীবাজার : গতকাল ভোর রাতে কুলাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আন্তঃজেলা ডাকাত সরদার রুবেল ওরফে বাবুল মিয়া (৩৫) নিহত হয়েছে। সে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আবদুল হকের ছেলে। পুলিশ জানায়, স্থানীয় ভাটেরা রাবার বাগানের ঘাগড়ার ছড়ার ১৭ নম্বর সেক্টরে রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত ২টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল ডাকাতের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় বজলুল করীম ও হাবিবুর রহমান নামে দুই পুলিশ কনস্টেবল আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একনালা একটি বন্দুক, দুটি বন্ধুকের খোসা, তালা, গ্রিল ভাঙার মেশিন, লোহার রড, দুটি দেশীয় রামদা ও দুটি লাইটার উদ্ধার করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সিরাজ মিয়া জানান, ডাকাত বাবুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও খুনের ২০-২৫টি মামলা রয়েছে। সে ১৫ বছর ধরে ডাকাতির সঙ্গে জড়িত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.