আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধাদের তালিকায় বঙ্গবন্ধুর খুনি

নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের তালিকায় বঙ্গবন্ধুর আত্দস্বীকৃত খুনি রিসালদার মোসলেহ উদ্দিনের নাম স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বাদ পড়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক, ডেপুটি কমান্ডার, তৎকালীন সংসদ সদস্যসহ ২০ জন মুক্তিযোদ্ধার নাম। একাধিকবার মুক্তিযোদ্ধা ডাটা বেইজ ফরম পূরণসহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও বাস্তবে এর ফল পায়নি নরসিংদী শিবপুর এলাকার এসব মুক্তিযোদ্ধা। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করে তারা। বক্তারা বলেন, শিবপুর উপজেলার জয়নগর, ছোটাবন্দ, গিলাবের, আজকিতলা ও আষ্টআনিসহ ৫টি ইউনিয়নের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। এদের মধ্যে শামসুদ্দিন ভূইয়া ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ ছাড়া যুদ্ধ করেছেন মাজহার আলম ভূইয়া, আবদুর রশিদ, ওমর আলী, হাবিবুর রহমান, বশিরউদ্দিন, চাঁন মিয়া, আশ্রাফ আলীসহ কয়েকজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন, ভাতা নয়, যুদ্ধ করেছি এ স্বীকৃতিটুকু চাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.