আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব : ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাব। যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা হবে।

তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, সরকারের এই মেয়াদে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে এবং তা দৃশ্যমান হবে। মেট্রোরেল ব্যবস্থা, পদ্মা সেতু, বাস র্যাপিড ট্রানজিট, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা-চট্টগ্রাম চার লেন ও ঢাকা এলিভেটেড এঙ্প্রেসওয়ে প্রকল্পগুলোর কাজ শুরু হবে এবং দৃশ্যমান হবে।

তিনি গতকাল সকালে গাজীপুরের সালনায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী জয়দেবপুর থেকে ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত ৩০ কি.মি. চার লেন সড়ক বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অধীনে নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ওই মহাসড়কের কাজ ২০ ভাগ শেষ হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.