আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে সিরিজেও লড়াইয়ের প্রত্যয়

সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও ভালো খেলার প্রত্যয় মুশফিকুর রহিম ও তার সতীর্থদের। তিনটি ওয়ানডেই শুরু হবে বেলা একটায়।

চট্টগ্রামে দুটো টি-টোয়েন্টিতেই জিততে-জিততে শেষ বলে হেরে যাওয়া বাংলাদেশ ফিরে পেয়েছে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে। তবে আঙুলে এখনো ব্যথা থাকায় উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন না তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন এনামুল হক বা শামসুর রহমান।



ঘাড়ের ব্যথায় কাতর তামিম ইকবালের জন্য সোমবার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। এই বাঁহাতি ব্যাটসম্যান না খেললে শামসুরের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন এনামুল।

তবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের অভাব অনুভব করছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, “ওয়ানডেতে তিনি অনেক অভিজ্ঞ বোলার। তার চোটের ধরণ এমন যে এখন আবার ব্যথা পেলে সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে।



বিরূপ আবহাওয়ার কারণে শেষ সময়ে একাদশ ঠিক করার কথা জানিয়ে মুশফিক বলেন, “আমাদের দলে বাঁহাতি স্পিনার আছে, অফস্পিনার আছে, চার জন পেসার আছে। ‘ডিউ ফ্যাক্টর’ (শিশিরজনিত সমস্যা) প্রভাব ফেলতে পারে। সব কিছু চিন্তা করে আমরা তিন জন পেসার বা বাড়তি স্পিনার খেলাতে পারি। ”

আবহাওয়া নিয়ে শ্রীলঙ্কাও দুশ্চিন্তায়। তাদের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, “আগামীকাল (সোমবার) আবহাওয়া কেমন আচরণ করে তা আমরা দেখব।

এ কারণে আমরা এখনো চূড়ান্ত একাদশ গঠন করিনি। তবে দলে খুব বেশি পরিবর্তন আসবে না। আবহাওয়া দেখে একাদশ গড়া হবে। ”

শ্রীলঙ্কার বিপক্ষ এর আগে ৩৩টি ওয়ানডে খেলে ২৮টিতেই হেরে গেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের চারটি জয়ের দুটিই এসেছে সর্বশেষ তিন ম্যাচে।

এই সিরিজে তথ্যটা মুশফিকদের অনুপ্রাণিত করবেই।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।