দ্বিতীয়বারের মতো নায়করাজ রাজ্জাক প্রযোজিত ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন নিপুণ। রাজলক্ষ্মী প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য 'কার্তুজ' নামের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন নিপুণ। ছবিটি পরিচালনা করবেন নায়করাজের ছেলে ও একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। এর আগে নিপুণ রাজলক্ষ্মী প্রডাকশনের 'এনকাউন্টার' নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
নিপুণ জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সোহান। ১ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। নিপুণকে কাস্ট প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, চরিত্রের দাবি অনুযায়ী নিপুণকে নেওয়া হয়েছে। আমার বিশ্বাস সে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলবে।
'কার্তুজ' ছাড়াও নিপুণের হাতে এখন রয়েছে আরও দুটি ছবির কাজ।
এর মধ্যে মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার' ছবিতে এখন অভিনয় করছেন তিনি। ছবিতে তার সঙ্গে আরও আছেন অভিনেতা বাপ্পী এবং আদি। অন্যদিকে এমএ আওয়ালের 'কাছের শত্রু' নিয়েও এখন ব্যস্ত তিনি। এই ছবিতে তার বিপরীতে আছেন আমিন খান। নিপুণ আরও জানান, ব্যস্ত শিডিউলের কারণে টিভি ধারাবাহিকে কাজ করার সময় পাবেন না তিনি।
তাই এখন থেকে আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিপুণ অভিনীত সর্বশেষ দীর্ঘ ধারাবাহিক 'রেড সিগন্যাল'। ১০০ পর্বের এ ধারাবাহিকের পর বেশকিছু ধারাবাহিকের অফার এলেও সেসব ফিরিয়ে দিচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, চলচ্চিত্রে ব্যস্ততায় ধারাবাহিকে আর সময় কুলাবে না। শিডিউল মেলাতে গোল বাঁধবে।
এদিকে নিপুণ অভিনীত শাহ আলম কিরণের 'একাত্তরের মা জননী' এবং ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর' মুক্তির দিন গুনছে। সরকারি অনুদানের সিনেমা 'একাত্তরের মা জননী'তে তার বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। অন্যদিকে মায়ানগর সিনেমায় নিপুণ অভিনয় করেছেন বস্তিবাসী এক সরল মেয়ের চরিত্রে। ২০০৬ সালে 'পিতার আসন' সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নিপুণ। ২০০৬ সালে শাহ আলম কিরণের 'সাজঘর' ও ২০০৯ সালে মোহাম্মদ হোসেনের 'চাঁদের মতো বউ' সিনেমায় পাশর্্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।