আই লাভ মাইসেল্ফ
পৌঁছতে বেশ দেরি হয়েগিয়েছিলো ট্র্যাফিক-এর কারণে। পারভেজ ভাই ফোন দিয়ে তাড়াতাড়ি পৌঁছতে বললেন আড্ডায়।
যদিও আমি জানতাম না, যেখানে গাড়ি নড়তে পারছে না জ্যামের কারণে, সেখানে আমি কী করে তাড়াহুড়ো করবো?
তবুও পারভেজ ভাইয়ের কলের প্রতিউত্তরে জানালাম, জ্বী ভাইয়া, তাড়াতাড়ি-ই পৌঁছতেছি...
২.
আজকের আড্ডা হলো আগের চেয়েও আরও তথ্যবহুল। যদিও কথা ছিলো আড্ডা খুব সংক্ষিপ্ত হবে, যেহেতু হাসান ভাই শুক্রবার চলে যাবেন। কিন্তু শুরু যখন হলো, শেষ আর হয় না।
দেখলাম, কেউ ক্লান্তও হচ্ছে না। আড্ডা হয়েছে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো।
আড্ডায় রাজশাহী থেকে এসেছেন শুভ্র, তিনি ব্যবসা করেন। ব্যবসা ফেলেই চলে এসেছেন।
আর এসেছে জিকো, সে এসেছে চট্টগ্রাম থেকে।
আবার চলেও যাচ্ছে রাতের বাসেই। ফকিরাপুল থেকে তাকে বাসে তুলে দিয়ে আসলাম।
৩.
আজকের আড্ডায় কোনো স্লাইড ছিলো না।
প্রথম আড্ডার স্লাইডটি পুনরালোচনা শেষে প্রশ্নোত্তর পর্বটিই ছিলো আজকের আড্ডার সবচেয়ে আকর্ষণীয় এবং তথ্যবহুল।
আমাদের মনে যা প্রশ্ন এসেছিলো আমরা করে ফেলেছি।
হাসান ভাই উত্তর দিয়েছেন।
দ্বিতীয়াংশে ছিলো ওয়েবসাইট রিভিউ।
চারটি ওয়েবসাইটের আলোচনা তিনি করেছেন। এ থেকে অনেক তথ্য বের হয়ে এসেছে।
ডোমেইন, হোস্টিং, অনলাইন আয়, ব্লগিং ইত্যাদি বিষয় গুরুত্ব পেলেও আজকের আড্ডায় সার্চ ইঞ্জিনের কী-ওয়ার্ড বিষয়ে সবচে চমৎকার তথ্য ছিলো।
৪.
পুরো প্রোগ্রামটি ভিডিও করেছেন আড্ডায় আসা মোয়াজ্জেম ভাই। ভিডিও আশা করছি খুব শিগগিরই সবাই পাবেন।
৫.
আড্ডায় উত্তর দিয়েছেন এমন কিছু প্রশ্ন এবং উত্তর। উল্লেখ্য, হাসান ভাইয়ের দেয়া উত্তরের সাথে আমার এই লেখা হুবহু না-ও মিলতে পারে। তবে মূল কথা এমন...
প্রশ্ন - ১ : Revenue Sharing ব্লগের সুবিধা এবং অসুবিধা কি?
উত্তর : সুবিধা হলো, অন্যের ওয়েবসাইটে নিজের এডসেন্স এড রাখা যায়।
তাতে নিজের জনপ্রিয় ওয়েবসাইট না থাকলেও আর্ন হয়। আর অসুবিধা হলো, যেহেতু ঐ ওয়েবসাইটে এডসেন্স আইডিটি সাবমিট করতে হয়, তাই আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিংবা স্প্যাম হতে পারে।
প্রশ্ন - ২ : ইবুক নিয়ে ব্লগ করলে কেমন হবে?
উত্তর : ভালো হয়, তবে এখানে এডসেন্সের এডের পাশাপাশি ক্লিকব্যাংক-এর মাধ্যমে ইবুক বিক্রিও করা যায়। যা থেকে ভালো আয় পার্সেন্টেজ পাওয়া যায়।
প্রশ্ন - ৩ : কোন বিষয়ে CTR বেশি পাওয়া যায়?
উত্তর : এডওয়ার্ড-এর মাধ্যমে খুব সহজেই এই বিষয়টা জানা সম্ভব হয়। সিটিআর পাওয়া জরুরি নয়, জরুরি হচ্ছে কত আয় হচ্ছে সেটা।
প্রশ্ন - ৪ : কয়েকটি এডসেন্স বিজ্ঞাপন বসানো যায়? কোথায় বসাবো এবং কিভাবে বসালে বেশি ক্লিক পাওয়া সম্ভব?
উত্তর : একটি ওয়েবসাইটের একটি পেজে তিনটি টেক্সট বা ইমেজ এড, তিনটি লিংক এড এবং দুটি সার্চ ফর এডসেন্স বসানো যায়।
কিভাবে বসালে ক্লিক পাওয়া যায় সে বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে। গুগলের নিজস্ব একটি ছবি আছে।
দেখুন--
প্রশ্ন - ৫ : Dofollow এবং nofollow এর পার্থক্য কি?
উত্তর : এই প্রশ্নের উত্তরে হাসান ভাই অনেক কথা বলেছেন যা এখানে লিখলে মহাকাব্য হবে। তবে সংক্ষিপ্ত কথা যেটা বলেছেন, ব্যাংকলিংকের ব্যাপার এটা। যে সাইটে আপনি ব্যাংকলিংক রাখবেন সেটা ধরে আপনার সাইটে কেউ যদি আসে তাহলে যদি সার্চ ইঞ্জিনকে এটা কাউন্ট করতে বলে তাহলে সেটা ডুফলো, নয়তো এটা নোফলো।
প্রশ্ন - ৬ : আমি ওয়েবসাইটের ভিজিটর বেশি পাচ্ছি কিন্তু ক্লিক পাচ্ছি না। আমার ওয়েবসাইটে আরও কি কি পরিবর্তন করলে বেশি ভিজিটর পাব?
উত্তর : আপনার সাইটে কোথায় ক্লিক বেশি হয় সেটা খুঁজে দেখতে হবে।
সেটা দেখা যায় ক্র্যাজিইগ ডট কম সাইটের মাধ্যমে। সেটা দেখে এড বসানো যায়। কিংবা, এডের অবস্থান পাল্টিয়ে দেখা যেতে পারে। কিংবা আপনার কন্টেন্ট এবং পাঠকের চাহিদার কথা চিন্তা করা যেতে পারে। সর্বোপরি গুগল এডসেন্সের সাকসেস স্টরি টেলারদের কাহিনী পড়ে দেখতে পারেন।
প্রশ্ন - ৭ : ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন ব্যবহার করলে কি সমস্যা? এতে অপটিমাইজেশনে কি প্রভাব পড়ে?
উত্তর : ফ্রি হোস্টিং-এ স্প্যাম হয় বেশি। সার্চ ইঞ্জিন এটাকে স্কেচ করে কম। তাছাড়া যেকোনো সময়ে স্প্যামের কারণে ডাটাবেজ ডাউন হতে পারে।
আর ফ্রি ডোমেইন মানে হলো সাব-ডোমেইন। আর এটাতো সবাই জানেন যে, সাব-ডোমেইন আর ডোমেইন-এর মধ্যে কত তফাৎ ।
প্রশ্ন এই পর্যন্তই। বাকীগুলো হয়তো হাসান ভাই লিখবেন। আর ভিডিও ফুটেজ তো আছেই।
এবার চলুন চারটি ওয়েবসাইট রিভিউতে হাসান ভাই কী বললেন জেনে নিই।
Blues এর http://studyinfo.22web.net/
এই সাইটটির কন্টেন্ট ভালো, এড বসানো হয়েছে ভালো জায়গায়।
ক্লিক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি একটি এডসেন্স এড-এর উপর লিখেছেন- Check these out! যা এডসেন্স টার্মস এন্ড কন্ডিশনের বিপরীত। যেকোনো সময় এড বন্ধ হয়ে যেতে পারে। সাইটটির কোনো ব্যানার নেই। ব্লকড স্প্যাম থাকার কোনো দরকার ছিলো না, এই-ই ।
আরেকটি কথা হলো, এটি সাব ডোমেইন অর্থাৎ ফ্রি ওয়েবসাইট, এটির মাধ্যমে ভালো ট্র্যাফিক আশা করা যায় না।
রুম্মার http://www.rumaslife.blogspot.com/
অনলাইন আয়ের ব্যাপার-স্যাপারে বাংলাদেশের মেয়েরা অনেক পিছিয়ে। তবে রুমা নান্মী এই তরুণী বেশ সাহসিকতার সাথে এই কাজ করে যাচ্ছে। তবে সে চাইলে আরও সুন্দর করে তার সাইটি আকর্ষণীয় এবং দামী করে তুলতে পারে।
রুমা ছবি আঁকেন, এবং নানান রকম হাতের কাজ জানেন।
ইচ্ছে করলে তিনি এগুলো বিক্রিও করতে পারেন। যার মাধ্যমে সে আরও বেশি আয় করতে পারেন।
যেমন তার সাইটে আছে, তিনি একটা মগ বানিয়েছেন নিজ হাতে খুব সুন্দর করে। চাইলেই তিনি এটা ভালো দামে সেল করার ব্যবস্থা করতে পারেন।
তার সাইটির টেমপ্লেট ভালো নয় অর্থাৎ আকর্ষণীয় নয়।
এটি চেঞ্জ করা প্রয়োজন।
পাশাপাশি তিনি কেমন করে ছবি আঁকেন, ছবি আঁকতে কী কী লাগে, কেমন করে ছবি আঁকতে হয় এই জাতীয় পোস্ট দিলেও আরও বেশি ট্র্যাফিক পাওয়া যাবে।
এডের কালার চেঞ্জ করা প্রয়োজন।
মাসুদের http://www.techmasud.co.cc/
মাসুদের সাইটটি ভালো। তবে আরও কিছু পরিবর্তন আনা দরকার।
এডের স্থান পরিবর্তন করে দেখা দরকার সে কেন রিডার পাচ্ছে কিন্তু ক্লিক বেশি পাচ্ছে না। পাশাপাশি ইমেজ চেঞ্জিংটা পরিবর্তন করে সাইট রিলেটেড ইমেজ দেয়া দরকার। আর সাব-ডোমেইন বাদ দিয়ে নিজস্ব ডোমেইন-এ আসা দরকার।
টিনটবের http://www.dvvisa.co.cc
এটিও একটি সাবডোমেইন এবং ফ্রি হোস্টিং-এ করা তাই ভালো কিছু আশা করা যায় না।
তবে এটির ব্যানার এডটি ভালো হয়েছে বসানো, যেহেতু এটি একটি ইমেজ এড।
ভালো কিছু করার জন্য নিজস্ব ডোমেইন এবং হোস্টিং অবশ্যই প্রয়োজন।
--------------------------------------------
অনেক রাত হয়ে গেলো পোস্ট দিতে। বাসায় বাসায় আসতে আসতে রাত সাড়ে বারোটা বেজে গেছিলো। তাই দেরি হলো।
আর হাসান ভাই, পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকলে জানাবেন।
ঠিক করে দেবো।
---------------------------------------------------
আড্ডার ছবি পরে পোস্ট করার ইচ্ছে আছে। লেখাটি রিভিশন দেয়া হয়নি, তাই ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।