আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয়বারের মতো সাফ সভাপতি সালাউদ্দিন

এই পদে সালাউদ্দিন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়াটা অবশ্য নিশ্চিতই ছিল।

বুধবার রাজধানীর এক হোটেলে সাফের কংগ্রেস শেষে সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন সাফের সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। তিনি জানান, সালাউদ্দিন আগামী চার বছরের জন্য আবার সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কোলাসোকে সভায় সবার সম্মতিতে আরো একবার সাফের সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়।

এর আগে ২০০৮ সালেও সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আবার সভাপতি নির্বাচিত হয়ে সালাউদ্দিন বলেন, “সাফ সদস্যভুক্ত আটটি দেশ আমার ওপর আস্থা রাখায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব হচ্ছে, এই অঞ্চলের ফুটবলকে আরও এগিয়ে নেয়া। আশা রাখছি, সবার সহযোগিতায় সাফকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাতে পারবো। ”

সালাউদ্দিনের লক্ষ্য এখন সাফ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা।

“গত চার বছরে আমি হয়তো পারিনি, কিন্তু আমার চেষ্টা থাকবে, এই টুর্নামেন্টটির আয়োজন করা। ”

সাধারণ সম্পাদক কোলাসো বলেন, “সাফের স্পন্সর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি, এই টুর্নামেন্টের জন্য একটা স্পন্সর পাবো। স্পন্সর পেলে আশা করছি টুর্নামেন্টটি অগাস্টের মধ্যে মাঠে নামাতে পারবো। ”

সাফের কংগ্রেসে তিনটি সহ-সভাপতি পদে নির্বাচন হয়েছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটান থেকে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এই পদে হেরে গেছেন মালদ্বীপের প্রতিনিধি। এছাড়া পরবর্তীতে আট দেশ থেকে আট জন সদস্য মনোনীত হবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।