আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই হওয়ার তিক্ত অভিজ্ঞতা



জীবনে অনেক শুনেছি অমুকের অমুক জায়গায় অমুকভাবে ছিনতাই হয়েছে, মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আমাকেও যে এমন অকস্মাৎ ছিনতাই এর কবলে পরতে হবে ভাবিনি।
গতকাল অফিস থেকে বেতন তুলে বের হয়ে হেঁটে বাসায় ফিরছি, হঠাৎ মনে হল কারা যেন অনুসরণ করছে। তবে তেমন পাত্তা দিলাম না কেননা রাস্তায় লোকজন ছিল অনেক। গুলশান ২ সার্কেল ক্রস করে ভেতরের রাস্তা দিয়ে একটু সামনে এগিয়েছি হঠাৎ ৩ জন ঘিরে ধরে চাকু দেখিয়ে পকেটে যা ছিল নিয়ে গেল ব্যস্ত সড়কেই!!! কোন দেশে আমরা বাস করি।

রাস্তার উলটা পাশেই পুলিস ভ্যান দাড়িয়ে ছিল অথচ ছিনতাইকারীরা যেন কেয়ারই করল না!! নিরুত্তাপ ভঙ্গিতে আসল আর ছিনতাই করে নিয়ে চলে গেল!
কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমারও তাই। ছিনতাই হওয়ার পর মনে পড়ল যে কাছেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের টাকা জমা দেয়ার মেশিন ছিল, যেখানে যে কোনও সময়েই টাকা জমা করা যায়। যখনই খেয়াল করলাম কেউ অনুসরণ করছে তখনই কেন যে বুথে ঢুকলাম না! যাক এখন আফসোস করে আর কি লাভ।
পুলিস ভ্যানের পাশে যে দেশে ছিনতাই হয় সে দেশে ক্যাশ টাকা নিয়ে বের হওয়াই উচিত না।

ছিনতাই এর অভিযোগ নিয়ে থানায় গেলে তারা এমন ভাব করে যেন খুব স্বাভাবিক এবং নিত্যনৈমিত্তিক ব্যাপার, এ নিয়ে হৈচৈ করার কি আছে!!
আমি নিশ্চিত ওই পথে প্রতিদিনই ছিনতাই এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এবং পুলিসও সেটা জানে। পুলিসের এই ঘুম কবে ভাঙবে তার অপেক্ষায় থাকলাম আপাতত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।