আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে নিহতদের জয় উৎসর্গ

হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দেশে ভীষণ দুঃখজনক ঘটনা ঘটেছে। এই জয় ভবন ধসে নিহতদের উৎসর্গ করছি আমরা। ” “খেলা চলার সময়ই আমরা এটা নিয়ে ভেবেছিলাম। প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফিরে এ নিয়ে আলোচনাও করেছিলাম। এমন ভয়ঙ্কর বিপর্যয়ের কারণে দেশে সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি।

আশা করি নিহতদের পরিবার এই মর্মান্তিক ঘটনার শোক কাটিয়ে উঠতে পারবে। ” গত বুধবার সাভারের ঘটনায় শোক প্রকাশ করে পরদিন থেকে শুরু হওয়া টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শুধু শোক প্রকাশ নয়, জিম্বাবুয়েতে প্রথম টেস্ট জয়ের উচ্ছ্বাসও লুকিয়ে রাখতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। মুশফিক বলেন, “এই টেস্ট জয় আমাদের জন্য অনেক বড় অর্জন। প্রথম টেস্ট হেরে যাওয়ায় আমরা ভীষণ চাপের মধ্যে ছিলাম।

এই ম্যাচে সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলেছে, তাদের মানসিক দৃঢ়তাও প্রকাশ পেয়েছে। আশা করি ওয়ানডে সিরিজেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। ” ৬০ ও ৯৩ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। ম্যাচ সেরাও তিনি। তবে বাংলাদেশের জয়ে অধিনায়কের মতো দুই ইনিংসেই অর্ধশতক করা সাকিব আল হাসান ও নাসির হোসেনের এবং প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া পেসার রবিউল ইসলামেরও বড় অবদান।

তিন সতীর্থর প্রশংসা করে মুশফিক বলেন, “দুই ইনিংসেই সাকিব ও নাসির আমাকে দারুণ সহায়তা করেছে। রবিউল ভীষণ পরিশ্রমী খেলোয়াড়। তার প্রচেষ্টা সফল হয়েছে। ” পেসার হয়েও দুই ম্যাচের সিরিজে ১১০ ওভার বল করেছেন রবিউল। ১৯.৫৩ গড়ে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে আরো ১০০ ওভার বল করতেও প্রস্তুত ছিলেন।

জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বাংলাদেশের প্রশংসা করে বলেন, “ওদের কয়েক জন ব্যাটসম্যান এই ম্যাচে খুব ভালো খেলেছে। রবিউল একাই সিরিজে ১০০ ওভারের ওপরে বল করেছে। এটা অসাধারণ ব্যাপার। তবে হেরে গেলেও এই টেস্টে আমাদের কয়েক জনের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল। ” বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে ৩, ৫ ও ৮ মে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

১১ ও ১২ মে দুটি টি-টোয়েন্টিও সেখানেই।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।