আগের দিন নাপোলি ৩-০ গোলে পেসকারাকে হারিয়ে ব্যবধান কমালেও জুভেন্টাসের জয়ের ফলে দু দলের ব্যবধান আবার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
৩৪ ম্যাচ থেকে জুভেন্টাসের ৮০ ও নাপোলির ৬৯ পয়েন্ট। তৃতীয় থেকে পঞ্চম স্থানে থাকা ফিওরেন্তিনা, এসি মিলান ও রোমার পয়েন্ট যথাক্রমে ৬১, ৫৯ ও ৫৫। মিলান অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
প্রতিপক্ষের মাঠে জুভেন্টাসের দুটো গোলই দুই মিডফিল্ডারের।
প্রথমটি ৮৬ মিনিটে চিলির আর্তুরো ভিদালের, পরেরটি ইনজুরি সময়ে ইতালিয়ান ক্লদিও মার্চিসিওর।
রোববার জুভেন্টাস ছাড়াও জয় পেয়েছে এএস রোমা ও ফিওরেন্তিনা। রোমা ঘরের মাঠে ৪-০ গোলে সিয়েনাকে এবং ফিওরেন্টিনা সাম্পদোরিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে।
তবে হেরে গেছে ইন্টার মিলান। পালের্মোর মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ইন্টারের ৩৪ ম্যাচ থেকে সংগ্রহ ৫৪ পয়েন্ট।
সপ্তম স্থানে নেমে যাওয়ায় আগামী মৌসুমে তাদের ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাধাগ্রস্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।