চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ কেজি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের মাসকট থেকে আসা বিজি ০২২ ফ্লাইটের লাগেজ রাখার স্থান থেকে এসব সোনা উদ্ধা করা হয়। এর আগের রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ কেজি স্বর্ণের বার উদ্ধার করে কাষ্টমস। এ নিয়ে ২৪ ঘণ্টায় দুই বিমানবন্দর থেকে আটক হল সােড়ে ৩২ কেজি সোনা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় বিমানবন্দর কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তর অভিযান চালিয়ে ওই ফ্লাইটের লাগেজ রাখার স্থানে পলিথিন মোড়ানো অবস্থায় ৯০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এগুলোর ওজন ১০ কেজি ৪৯৭ গ্রাম, বাজার দর আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।