আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্তরালের ২ জন।

-----

২১ শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাম উঠলেই শিশু-কিশোর, নর-নরী, যুবক-বৃদ্ধ থেকে শুরু করে প্রথমেই সবাই রফিক, সালাম, শফিক, জব্বার, বরকত এই শহীদদের নাম স্মরন করে থাকি। সেই ক্লাশ ওয়ান থেকে বই পুস্তকে পড়তে পড়তে আমাদের ঠোটস্থ হয়ে গেছে নামগুলো। ... নিঃসন্দেহে এই নাম গুলো স্বর্ণাক্ষরে লিখে থাকা স্বাভাবিক।

... কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্তরালে আরো যে দুটি নাম আমরা বরাবরই বাদ দিয়ে থাকি , তারা হলেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। ... হ্যা, এরা ও “রফিক, সালাম” কিন্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ রফিক, সালাম নয়!!... এঁরা হলেন জীবনের দীর্ঘসময় অক্লান্ত শ্রম আর চেষ্টার ফলে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” প্রতিষ্ঠার দুই নির্ভীক সৈনিক।

রফিকুল ইসলাম ও আবদুস সালাম কানাডার ভ্যানকুভার থেকে এ দিবসটির বীজ বপন করেছিলেন বলেই এই দিনের গুরুত্ব আজ বিশ্ব দরবারে সমাদৃত। ... কিন্তু পাঠ্যপুস্তক এবং প্রচারনার অভাবে এই দুই ব্যক্তি আজ ও অনেকের কাছে অজানা, রয়ে গেছেন অন্তরালে। সঠিক প্রচার আর চেষ্টাই নিশ্চিত করতে পারে তাদের যথার্থ সম্মান।


...১৯৫২ সালে রফিক সালামরা জীবন দিয়েছিল। আবার আরেক রফিক-সালামের কল্যাণেই এটা সম্ভব হল।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন এবং তাদের আত্মার শান্তি কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.