সানজিদা প্রীতি গত বছরের শেষের দিকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। নিজের বিয়ে নিয়ে ব্যাপক আয়োজনেরও কোনো ইচ্ছা ছিল না তার। যে কারণে একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বর-কনের উভয় পরিবারের কিছুসংখ্যক সদস্যের উপস্থিতিতে গত ১৯ ফেব্রুয়ারি সানজিদা প্রীতি বিয়ে করেন। পাত্র জিবরান তানভীর।
এরই মধ্য দিয়ে প্রীতি ও জিবরান নতুন জীবনের পথে পা বাড়ালেন। জিবরানের গ্রামের
বাড়ি সিলেটের আম্বরখানা। তিনি চিত্রনায়ক নাঈমের খালাতো ভাই। প্রীতি ও জিবরানের বিয়েতে চিত্রনায়ক নাঈম ও তার সহধর্মিণী চিত্রনায়িকা শাবনাজও উপস্থিত ছিলেন।
প্রীতি বলেন, 'মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, তিনি সুন্দর মনের একজন মানুষের সঙ্গে আমার ভাগ্য গড়ে দিয়েছেন।
সেই সঙ্গে সবার দোয়া চাই যেন নতুন জীবনে আমরা সুখী হতে পারি। '
এদিকে বিয়ের পরদিনই ঢাকার মহাখালীস্থ ডিওএইচএসের রাওয়া ক্লাবে সানজিদা প্রীতি ও জিবরান তানভীরের বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।