আমাদের কথা খুঁজে নিন

   

এ নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের: এরশাদ

তাই কোনো উপজেলায় একাধিক প্রার্থী হলে দলের লাভের বদলে লোকসান হবে মন্তব্য করে গাইবান্ধার সুন্দরগঞ্জে একক প্রার্থী নির্ধারণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা মনিরাম গ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বাড়িতে আকস্মিক সফর করেন এরশাদ।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “চিন্তা-ভাবনা করে একক প্রার্থী মনোনীত করে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি ধরে রাখতে হবে।”

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা এবং দলীয় কোন্দলের কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অনেক কিছু হারিয়েছে বলে মন্তব্য করেন এরশাদ।

তৃণমূলে দলকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে তাদের আস্থা অর্জন করতে হবে। এখনো সময় আছে, হতাশ হওয়ার কারণ নেই। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে ভালো ফলাফল করা সম্ভব।”

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল খালেদ, রংপুর মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল বারী, সুন্দরগঞ্জ পৌর কমিটির সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.