আমাদের কথা খুঁজে নিন

   

হলিউডে মহাভারত

কিট হ্যারিংটন ও কেইফার সাদারল্যান্ড- এই দুই হলিউড অভিনেতাকে এবার দেখা যাবে নতুন অবতারে। শুক্রবারই বলিউডে মুক্তি পেল হলিউড ছবি ‘পম্পেই’। হিন্দুধর্মীয় মহাকাব্য ‘মহাভারত’-এর সারকথা নিয়েই ছবিটি ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে। আর এ ছবিতেই হলিউডের এ দুই শক্তিমান অভিনেতাকে বলিউড দর্শকরা পাবেন গতানুগতিক ধারার বাইরে।

‘মহাভারত’ ও ‘পম্পেই’ উভয় ছবিতে চিত্রায়িত হয়েছে ক্ষমতা, মর্যাদা, লোভ এবং আবেগের কাহিনী। ‘পম্পেই’ ছবিটি প্রযোজনা করেছে পিভিআর পিকচারস সংস্থা। পিভিআর পিকচারস সংস্থাটির প্রেসিডেন্ট কমল গায়চানধানি তার বক্তব্যে বলেন, ‘নি:সন্দেহে ‘মহাভারত’ এমন একটি জনপ্রিয় নাটকের নাম যা সম্পর্কে সকলেই জানেন এবং গভীরভাবে এর সঙ্গে তাদের সম্পৃক্ততা অনুভব করেন। ‘মহাভারত’-কে ‘পম্পেই’-এ রূপান্তরিত করায় ভারতীয় এ মহাকাব্যটি সার্বজনীনতা অর্জন করবে।' সূত্র: পিঙ্কভিলা। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.