গভীর কিছু শেখার আছে ....
হলিউড এখন নতুন ছবির সঙ্গে সঙ্গে চলছে পুরনো ছবিগুলোর সিক্যুয়াল নির্মাণের ধুম। আর দর্শকও পুরনো ছবিগুলোর সিক্যুয়াল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। অনেকেই এই বিষয়টিকে পজেটিভ মনে করে করছেন। কারণ, এতে প্রায় সময়ই যেসব দর্শক সিক্যুয়ালের আগের পর্বটি দেখেননি, তারা সেই ছবিটি খুঁজে এনে দেখেন। অনেক দর্শক আবার পুরনো ভালো লাগা ছবিটির পাত্র-পাত্রীদের নতুন কাহিনীতে দেখে আনন্দিত হন।
সবচেয়ে মজার ব্যাপার হলো সিক্যুয়াল ছবিগুলো তাদের মূল ছবির চেয়ে প্রায় সব সময়ই বেশি ব্যবসা সফল হয়েছে।
সম্প্রতি বক্স অফিসে সুপারহিট ব্যবসা সফল ছবি ‘দ্য অ্যাভেঞ্জার ’কেও কিন্তু বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল হিসেবে বলা যেতে পারে। ‘থর’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’, ‘আয়রনম্যান’সহ বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল হিসেবে এ ছবিটি তৈরি হয়েছে।
হলিউডে ব্যবসা সফল ও দর্শকনন্দিত প্রায় অনেক ছবিরই সিক্যুয়াল নির্মাণ হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য (মূল ছবিটির নাম দেয়া হলো)- দ্য ট্রান্সপোর্টার, টার্মিনেটর, অস্টিন পাওয়ারস, ফ্রাইডে, দ্য ম্যাট্রিক্স, শার্ক, রাশ আওয়ার, ডক্টর নো, টুলাইট, আমেরিকান পাই, পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান, দ্য মাম্মি, হেলবয়, দ্য ক্যারাটে কিড, ট্রান্সফর্মার, মিশন ইম্পসিবল, আইস এজ, এলিয়েন, ট্রন প্রভৃতি।
অনেক ছবিরই আবার তৃতীয় সিক্যুয়ালও নির্মিত হয়েছে এবং সেগুলোও যথারীতি দর্শকনন্দিত ও ব্যবসা সফল হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ইভিল ডেড-৩, ট্রয় স্টোরি-৩, ন্যাশনাল ট্রেজার-৩, দ্য গডফাদার-৩, স্পাই কিডস-৩, ফাইনাল ডেসটিনেশন-৩, ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, স্টার ওয়ারিওরস-৩ প্রভৃতি।
আগামী বছরগুলোতে যেসব ছবির সিক্যুয়াল হিসেবে মুক্তি পাবে সেগুলোর মধ্যে রয়েছে- দ্য এমেজিং স্পাইডারম্যান-২, অ্যাভাটার-২, দ্য অ্যাভেঞ্জারস-২, ক্যাপ্টেন আমেরিকা-২, প্রমেথাস-২, সিন সিটি-২, থর-২, ট্রান্সফর্মার-৪, আয়রনম্যান-৩, দ্য এক্সপেনডেবল-২, ডাই হার্ড-৫, টার্মিনেটর-৫, স্টারটেক-২, টেকেন-২ প্রভৃতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।