স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বেশ ভালোই তোলপাড় হচ্ছে ভারতের ক্রিকেট অঙ্গনে। একে একে পদত্যাগ করছেন ভারতীয় ক্রিকেটের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্মকর্তার পর এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইপিএলের সভাপতি রাজিব শুক্লা।
গতকাল শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুটি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সেক্রেটারি সঞ্জয় জাগডালে ও কোষাধ্যক্ষ অজয় শিরকে। ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার পদত্যাগের ঘোষণা দিলেন আইপিএলের সভাপতি রাজিব শুক্লা।
ধারণা করা হচ্ছে, বিসিসিআইয়ের সভাপতি শ্রীনিবাসনের ওপর চাপ সৃষ্টি করার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শুক্লা। আগামীকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে শ্রীনিবাসনও পদত্যাগ করতে পারেন বলে অনুমান করছে ভারতীয় গণমাধ্যম। আজ আইপিএলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর শুক্লা বলেছেন, ‘আমি কয়েক দিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলাম। সঞ্জয় জাগডালে ও অজয় শিরকে ভারতীয় ক্রিকেটের স্বার্থে পদত্যাগ করেছেন। আমারও মনে হয়েছে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।
’— পিটিআই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।