আমাদের কথা খুঁজে নিন

   

“বাস্তবতা”

বাস্তবতার কষাঘাতে তেঁতো নিমের রস।
চিত্ত হাউশ খেই হারিয়ে যৌবন হারায় যশ।
হাসির ফ্রেমে কালি মেখে শোকের আবহ।
বাস্তবতার প্রহসনে জীবন দুরহ।

শুকনো পাতায় সজ্জিত-জীবন বনানী।


বাঁচা মরা’র লড়াই মত্ত জীবন সেনানী।
বাস্তবতার অগ্নিতাপে শুকিয়ে গেছে রং।
পেন্সিলে আঁকা স্বপ্নগুলো আশা’র যত ভং।
স্বপ্নগুলি কুচিকুচি বাস্তবতার দাঁতে।
ছেঁড়া স্বপন ভেসে যায় সময় নদীর স্রোতে।



বুনেছিলাম শখের বশে কত ফুলের বীজ।
অযত্নে মরে গেছে রাখিনি হদিস।
বাস্তবতার বুনো ঘোড়া দেয় না ফুসরত।
নিত্য নতুন দায় চাপানোর করে মহরত।
ভুলভ্রান্তি সংশোধনের সুযোগ কদাচিৎ।


পান থেকে চুন খসলে ছাড় নয় কিঞ্চিত।

বাস্তবতার রণে মোরা আমরণ সৈনিক।
এমন করেই চলছে-চলবে যে দৈনিক।
এই ছকেই বেঁচে থাকার শিখেছি মন্তর।
একদিন হঠাৎ করে শেষ হবে প্রান্তর।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।