শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “আগামী সোমবার পীরগঞ্জ উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর এক আত্মীয় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেজন্য সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা অবস্থান করছেন।
“১৯ দলীয় জোটের প্রার্থী নুর মোহাম্মদ মণ্ডল আমাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা কাবিখা, টেস্ট রিলিফসহ নানা উন্নয়ন বরাদ্দ দিয়ে নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন করছেন।
’’
দশম সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এই আসনের একমাত্র উপজেলা পীরগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাসুর মৃত আব্দুল খালেক মিয়ার ভাতিজা ছায়াদত হোসেন বকুল আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফাইল ছবি
নির্বাচন কমিশন সরকারের এসব দুষ্কর্মের সহযোগী হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
“আমরা কমিশনকে বলতে দিতে চাই- তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তাহলে এবার এলাকায় এলাকায় আমাদের আন্দোলনের কর্মসূচি আরো বিস্তৃত হবে। ”
সাজানো প্রশাসন ও নির্বাচন কমিশনের লেজুড়বৃত্তির পরও সরকার উপজেলা নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের বিজয় ঠেকাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
“আমরা মনে করি, উপজেলার প্রথম দফা নির্বাচনে সুষ্ঠু হলে বিএনপিসমর্থিতরা ৯৫ ভাগ উপজেলায় নির্বাচিত হতো। ”
সম্প্রতি ঢাকা মহানগরে বিএনপির ছয় নেতাকর্মী নিখোঁজ হয়েছে বলে দাবি করেন রিজভী
তিনি বলেন, “প্রতিদিন অসংখ্য নেতাকর্মীকে গুম করে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ৪ ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করীম তানভীরসহ ছয় জনকে র্যাব-১ এর কালো গাড়িতে করে একদল সাদা পোশাকের সদস্য তুলে নিয়ে গেছে।
“এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজাখুঁজি করলেও তারা এখন অস্বীকার করেছে। ওইসব নিখোঁজ পরিবারের সদস্যসহ আমরা সবাই তাদের সন্ধানের আশায় বিনিদ্র রজনী যাপন করছি। ”
সবুজবাগ থানা থেকে দুইজন ও বিমান বন্দর শাখার একজন ছাত্র দল কর্মী এবং নাটোরের শিংড়ার ইব্রাহিম খলিল ফটিকসহ তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গুম করেছে অভিযোগ করেন তিনি
রিজভী সতর্ক করে বলেন, “এভাবে গুম করে নিয়ে বিরোধী দলকে দাবিয়ে রাখা যাবে না। ”
সংবাদ ব্রিফিংয়ে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও নির্বাহী সদস্য বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।